চার দাগী চোরকে হাতেনাতে পাকড়াও করতে সক্ষম হলো কৈলাসহর থানার পুলিশ।


IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- কৈলাসহর থানার ওসি দেবাশীষ সাহার কর্মতৎপরতায় বড় ধরনের সাফল্য পেল কৈলাসহর থানা। আর এই সাফল্য আসে সদ্য চালু হওয়া বিট পেট্রল প্রকল্পের মাধ্যমে। গভীর রাতে ৪ দাগী চোরকে হাতেনাতে পাকড়াও করতে সক্ষম হয় কৈলাসহর থানার পুলিশ। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 12 ই আগস্ট সোমবার রাজ্যে বিট পেট্রল প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে আর এই প্রকল্পে রাজ্য পুলিশের 261 টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত করা হয়। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্য পুলিশকে কাজ করার ক্ষমতা ও কাজের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো দিতে হবে তাহলেই সাফল্য আসবে রাজ্য পুলিশে। সেজন্যই এই বিট পেট্রল প্রকল্প চালু করা হয়। বিট পেট্রল প্রকল্পের অন্তর্গত কৈলাসহর থানায় 15 আগস্ট 5 টি এবং মহিলা থানায় দুটি মোটর সাইকেল অন্তর্ভুক্ত হয় আর প্রথম দিন থেকেই এই প্রকল্পকে সঠিকভাবে কাজে লাগায় কৈলাসহর থানার ওসি। আর এর ফলেই বিট পেট্রোল প্রকল্প চালু হওয়ার প্রথম এই সাফল্য উঠে আসে কৈলাসহর থানার হাতে। দীর্ঘদিন ধরে কৈলাসহর থানা এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছিল। কৈলাসহর এর প্রাণকেন্দ্র মূল বাজার পানিচৌকি বাজার থেকে শুরু করে পুরো এলাকা এবং বেশকিছু গ্রামীণ এলাকাতেও একের পর এক চুরি সংঘটিত হয়েছিল প্রাথমিকভাবে কৈলাসহর থানা কোন ধরনের সাফল্য পায়নি, চুরির মাল উদ্ধার করার ক্ষেত্রে কোন ধরনের সাফল্য উঠে আসেনি কৈলাসহর থানার। কিন্তু এই বিট পেট্রল প্রকল্প চালু হওয়ার প্রথম দিকেই সাফল্য উঠে এল কৈলাসহর থানার পুলিশের কাছে। গতকাল রাত আনুমানিক 2 টা নাগাদ পেট্রোলিং এর সময় খবর আসে যে কৈলাশহর রামকৃষ্ণ মহা বিদ্যালয়ের মাঠে কিছু সন্দেহজনক যুবকের গতিবিধি লক্ষ্য করা গেছেআর তখনই বিট পেট্রলরত কনস্টেবল নকুল মালাকার ঘটনাস্থলে ছুটে গিয়ে খবরের সত্যতা পায় এবং খবর দেওয়া হয় কৈলাশহর থানায় কৈলাশহর থানা কর্তৃপক্ষ সাথে সাথে ঘটনাস্থলে গেলে চার যুবককে আটক করে প্রাথমিক ভাবে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা ২ টি ব্যাগ থাকা দোকান লুট করার প্রচুর অস্ত্র ও যন্ত্রপাতি আটক হয়। পুলিশ এই চার যুবককে আটক করে কৈলাসহর থানায় নিয়ে এসে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা সেন্ট্রাল রোড মোবাইল দোকান চুরি করার জন্য ওত পেতে বসে ছিল। আটক হওয়া চার যুবকের নাম সুনীল দেববর্মা, মন্টু কালি দেববর্মা, নির্মল দাস, ও দীপক দেববর্মা এই চার যুবক ও তাদের সাথে থাকা আপত্তিকর জিনিসপত্র সাথে পুলিশ একটি অটো বাজেয়াপ্ত করে এই চার যুবকের মধ্যে নির্মল দাস তার নিজের অটোতে করে বাকি তিন যুবককে নিয়ে এসেছিল দোকান লুট করার জন্য। অভিযুক্ত চার যুবকের বাড়ি স্থানীয় চিনি বাগান এলাকায়। সম্প্রতি ঘটে যাওয়া থানা চত্বর এলাকায় চুরির ঘটনার সাথে এই চোরচক্রের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলে মনে করছে থানা কর্তৃপক্ষ। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে আজ আদালতে সোপর্দ করবে এই চার অভিযুক্তকে। এ ব্যাপারে কৈলাসহর থানার ওসি দেবাশীষ সাহা বলেন আটক হওয়া চার যুবক পুলিশের কাছে স্বীকার করেছে যে তারা দোকান লুট করার জন্য ওত পেতে বসে ছিল এবং অন্যান্য চুরির ঘটনায় তাদের যোগাযোগ রয়েছে কি-না সে ব্যাপারে সঠিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে আসল রহস্য উদ্ঘাটিত হবে।

Post a Comment

0 Comments