পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার ইয়াবা ট্যাবলেট।


IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার গৌর নগর ব্লকের অধীন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এর 5 নং ওয়ার্ডের সি পি আই এম নির্বাচিত পঞ্চায়েত সদস্য মুজিব আলী। সিপিআইএম দলের পক্ষ থেকে গভীর ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে শাসকদলের বিরুদ্ধে। ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে কংগ্রেস দলের পক্ষ থেকেও। আগামীকাল শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ তার ঠিক প্রাকমুহূর্তে এ ধরনের ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। কৈলাসহর মহাকুমার গৌরনগর ব্লকের অধীন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল হয়েছিল ত্রিশঙ্কু। মোট 13 টি আসনের মধ্যে ছয়টি পেয়েছিল শাসক দল বিজেপি অপরদিকে সিপিএমের দখলে যায় 5 টি আসন এবং কংগ্রেস দল 2 টি আসনে জয়লাভ করে। ফলে প্রথম থেকেই পঞ্চায়েত গঠন নিয়ে তিনটি রাজনৈতিক দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছিল। কংগ্রেস ও সিপিএম দল যৌথভাবে পঞ্চায়েত গঠনের প্রস্তুতি নিয়েছিল সেই মোতাবেক আগামীকাল ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাধা দিতেই চক্রান্তমূলক ভাবে সিপিআইএম নির্বাচিত পঞ্চায়েত সদস্য মুজিব আলীর বাড়ির রান্নাঘরের দরজার বাইরে কে বা কারা কিছু ইয়াবা ট্যাবলেট রেখে দেয় বলে অভিযোগ করে মুজিব আলী ও সিপিএম দলের কর্মী-সমর্থকরা। অপরদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শ্রীনাথ পুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস নির্বাচিত সদস্য আব্দুল সালাম। মুজিব আলী এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলে নির্বাচনের পূর্বে ও তার উপর ও অন্যান্য সিপিআইএম প্রার্থীদেরকে বহু ভয় ভীতি ও হুমকি প্রদর্শন হয়েছিল যাতে ভোটে প্রার্থী না হয় এমনকি জয়লাভ করার পরও প্রতিনিয়ত তাদের উপর চলছে ভয়-ভীতি প্রদর্শন। নির্বাচনের পূর্বে মুজিব আলীর পক্ষ থেকে ইরানি থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছিল আর সেই জিডি এন্ট্রিতে স্পষ্ট ভাবে তার বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র ও প্রাণনাশের হুমকি দেওয়ার তথ্য তুলে ধরা হয়েছিল। তার অভিযোগ শাসক দল বিজেপির ভয় বৃত্তি ও প্রলোভন এর কাছে মাথা নত না করাই তার বিরুদ্ধে এ ধরনের ঘৃণ্যতম ষড়যন্ত্র করেছে শাসক দল। আজকের এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক চন্দন সাহা বলেন পুলিশের কাছে একটি গোপন খবর আসে সেই মোতাবেক চন্দন সাহা ইরানি থানার ওসি আলমগীর হোসেন কৈলাসহর থানার পুলিশ ও ইরানি থানার পুলিশ মিলে এক বিশাল দল গভীর রাতে রাতে মুজিব আলীর বাড়িতে তল্লাশি চালায় যেখান থেকে 180 টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় সেই মোতাবেক পুলিশ ইরানি থানায় মুজিব আলীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে যার নাম্বার হচ্ছে 60/2019 dt 16-08-2019 NDPS 20(B)/25 of NDPS Act 1985। নির্বাচিত প্রতিনিধি কে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এই অভিযোগ এনে প্রচুর সিপিআইএম কর্মী সমর্থক একপ্রকার ইরানি থানা ঘেরাও করে রেখেছে। তীব্র উত্তেজনা বিরাজ করছে বর্তমানে ইরানি থানা চত্তরে। যদিও মহকুমা পুলিশ আধিকারিক চন্দন সাহার কাছে সিপিএম দলের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন পুলিশের কাছে খবর এসেছে সেই অনুযায়ী পুলিশ তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে। যদি কোন চক্রান্ত থাকে সে ব্যাপারে তদন্তে উঠে আসবে প্রকৃত রহস্য।

Post a Comment

0 Comments