IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ৮ আগস্ট ২০১৯ নবম রাউন্ড জাতীয় কৃমিনাশক দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় আজ পানিসাগর মহাকুমার অন্তর্গত পানিসাগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সকাল সাড়ে এগারোটা নাগাদ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন পাপিয়া দাস, পানিসাগর মহাকুমা শাসক শ্রীমতি এল ডারলং আইসিডিএস জণ্ ক্যালভিন দেববর্মা, ধর্মনগর জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সিএমও শুভাশিস রায় সহ অন্যান্যরা। পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন পাপিয়া দাস প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই আনুষ্ঠানিক উদ্বোধনের সময় পানিসাগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশ জন ছাত্র-ছাত্রীদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়। প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে বলেন, আট তারিখ সবাই যাতে নিজ নিজ স্কুলে আসে ও কৃমিনাশক ওষুধ সেবন করে, এবং ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন সবাই যাতে তাদের বাড়ির আশেপাশের অন্যান্য ছাত্র-ছাত্রীদের কে বলে এই কৃমিনাশক ওষুধ সেবন করার জন্য।
0 Comments