IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- আবারো কৈলাসহর শহরের বনেদী এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। কৈলাসহর পৌর পরিষদের ১১ নং ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় লোহার ব্রীজের কাছে সুমন দত্তের মুদি দোকান থেকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী সহ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় চোরের দল। গত তিন মাসে কৈলাসহর এর মূল বাজার সহ একাধিক জায়গায় চুরির ঘটনা ঘটলেও কোন ক্ষেত্রে সাফল্য পায়নি পুলিশ।
0 Comments