IIW : নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি :- শীতের রাতে ৮০ বছরের বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে ও তার বউ। এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে। অসহায় রানী বালা দেব অন্যের বাড়িতে আশ্রয় নিয়েও শান্তি পাচ্ছেন না। ছেলে এবং ছেলের বউ গ্রামবাসীকে গালিগালাজ করছে। রানী বালা দেবের দুই পুত্র, বড় ছেলে কৃষ্ণপদ দেব ও ছোট ছেলে শ্যামল দেব। দুই ছেলের কাছেই এই অসহায় বৃদ্ধার স্থান নেই। মানসিকভাবে ছোট ছেলে শ্যামল দেবের স্ত্রী রিতা দেব নির্যাতন চালাছে এই বৃদ্ধার উপর। রানী বালা দেবের স্বামি কুমোদ দেব বহু আগেই পরলোকগমন করেছেন। জায়গা সম্পত্তি রয়েছে রানী বালা দেবের নামে। বর্তমানে এই বৃদ্ধা গ্রামের এক বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঘটনার খবর পেয়ে ছুটে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী ও কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্যরা। বর্তমানে এই বৃদ্ধাকে এক নিকট আত্মীয় এর বাড়িতে রাখা হয়েছে। এলাকার যুবকরা বৃহস্পতিবার রাত থেকে মহিলাকে দেখাশোনা করছে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী এই ঘটনার তীব্র নিন্দা জানান। একটা হৃদয় বিদারক ঘটনা যা সামাজিক অবক্ষয়ের অঙ্গ বলে উল্লেখ করেন। এই বৃদ্ধার পাশে আছে মহিলা কমিশন। ছেলেরা মায়ের ভরণপোষণ না দিলে আইনি পথে হাঁটা হবে বলে জানান বর্ণালী গোস্বামী।
0 Comments