মহকুমা শাসকের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় জাতীয় সড়ক অবরোধ ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান।


IIW : নিজস্ব প্রতিনিধি, শান্তির বাজার :- বিগত দিনে দেখাগেছে বিভিন্ন ধরনের রাজনৈতিক কাজথেকে শুরু করে বিভিন্ন এলাকার দাবি দাওয়া নিয়ে পথ অবরোধ করতেন লোকজনেরা। এইবার একটু বেতিক্রম চিত্র লক্ষ্য করা যায় শান্তির বাজার বেতাগা কলেজ সংলগ্ন আগরতলা সাব্রুম জাতীয় সড়কে। কিছু সময়ের জন্য মোহরার নাম দিয়ে রজনৈতিক লোকজনদের উপস্থিতির মধ্যদিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন লোকজন। এই অবরোধের মূল কান্ডারি শান্তির বাজার মহকুমা শাসক। অফিসের সময়ে এই অবরোধের কারনে রাস্তায় আটকে পরেছে বহু যাত্রী থেকে শুরু করে অফিস কর্মীরা। সকলে এই অবরোধে ছি ছি রব তুলেছে। লোকগুঞ্জনে একটাই কথা শুনা যাচ্ছে মোহড়ার জন্য ব্যাস্ততম রাস্তাকে কেন বেছে নেওয়া হয়েছে। অন্য আরও রাস্তা তো ছিলো। মহকুমা শাসক এই অবরোধের মধ্যদিয়ে কি বুঝাতে চাইছেন এই নিয়ে প্রশ্ন রয়েগেছে যাত্রীদের মনে। আজ মোহরা দেখাচ্ছে কিন্তু প্রকৃত বিপর্যয়ের সময় কাউকে খুঁজে পাওয়া যায় না বলে লোকগুঞ্জনে শুনাযাচ্ছে। এই অবরোধে উপস্থিত শান্তির বাজার ব্যাবসায়ী কমিটির সেক্রেটারি জানান ১০ থেকে ১৫ মিনিট অবরোধ চলবে। ধনঞ্জয় বাবুকে অফিস টাইমে অবরোধের কারন জানতে চাইলে তিনি কোনো প্রকার সৎউত্তর দিতে পারেননি। সকলে চাইছে প্রকৃতিক দুর্যোগের মোহড়া করা হোক কিন্তু এই মোহড়া যেন প্রকৃত পক্ষে সকলের অসুবিধার কারন নাহয়ে দারায়। এই মোহড়া চলাকালিন শান্তির বাজার মহকুার কোয়াইফাং ইট ভাট্টায় আগুন লাগে। ফায়ারার্ভিস কর্মীরা মোহড়া নিয়ে এত ব্যস্ত যে ভাট্টার আগুন নেভাতে সময় মতো ঘটনাস্থলে উপস্থিত হয় নি। এতে করে ভাট্টার প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

Post a Comment

0 Comments