IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- কৈলাসহর মহাকুমার ইরানী থানার অধীন ইরানী গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের ১৬ বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় সেলিম আলী নামে এক যুবক। প্রায় ২৪ ঘন্টার পর ইরানী থানার পুলিশ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে এবং সেলিম আলীকে গ্রেপ্তার করে। ঘটনা সম্পর্কে নাবালিকার বড় ভাই জানায় যে গত ২৬ নভেম্বর সন্ধ্যার পর থেকে ছোট বোনকে বাড়িতে না পাওয়ায় রাতে ইরানী থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। পরের দিন অর্থাৎ ২৭ নভেম্বর রাতে আনুমানিক আড়াইটার সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ নাবালিকাকে উদ্ধার করে সেলিমের এক নিকট আত্মীয়র বাড়ি থেকে। পুলিশ নাবালিকা মেয়েটিকে পরিবারের হাতে তুলে দেয় রাত্রি সাড়ে তিনটের সময়। এরপর নাবালিকার বড় ভাই ২৮ নভেম্বর দুপুর বেলা ইরানী থানায় সেলিম আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। সেলিম বর্তমানে ইরানী থানার লক আপে রয়েছে। ১৬ বছরের নাবালিকা সুমিতা দাস (কল্পিত নাম) কে এভাবে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ায় মেয়েটির বড় ভাই অপহরণকারী সেলিম আলীর উপযুক্ত শাস্তির দাবি করেছেন।
0 Comments