শেষরক্ষা হলো না বিপ্লবের, ভাড়া ঘর থেকে জালে তুললো ধর্মনগর থানার পুলিশ।

IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- কথায় আছে না, "চোরের দশ দিন তো পুলিশের একদিন"। বেশ কিছুদিন প্রতীক্ষার পর সাফল্য অর্জন করল ধর্মনগর থানার পুলিশ। আমাদের সংবাদ মাধ্যমের খবরের জেরে নবরাগ সংঘের চুরি কাণ্ডের মূল নায়ক ও তার এক অপ্রাপ্তবয়স্ক সাকরেদ আজ জালে উঠেছে। গোপন খবরের ভিত্তিতে আজ ধর্মনগর থানার ওসি মিলন দত্তের নেতৃত্বে পুলিশ বাহিনীর অতর্কিত হানায় জালে উঠেছে বেশ কয়েকটি চুরির সঙ্গে যুক্ত আসামি বিপ্লব দাস ও তার এক অপ্রাপ্তবয়স্ক সাকরেদ। বিপ্লব দাস নয়াপাড়ায় ভাড়া বাড়িতে থাকে, তার ঘর থেকে নবরাগ সংঘের চুরি যাওয়া টিভি সহ আরো অনেক চুরির জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। থানার বড় বাবুর সঙ্গে কথা বললে উনি জানান, উনার ধারনা এর কাছে আরো কিছু সোনার জিনিস আছে। ইতিমধ্যে তিনি এগুলো উদ্ধার করবেন।

Post a Comment

0 Comments