কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে জন্ম নিল কাঞ্চনমালা।

IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- আজ সকাল বেলা ধর্মনগর রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল ক্লাসে জন্ম নিল ফুটফুটে এক শিশু কন্যা। সকাল ৮ টা ৩০ মিনিটে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধর্মনগর রেলওয়ে স্টেশনে পৌঁছাবার পর রেলের কিছু যাত্রী আরপিএফ কর্মীদেরকে দেখে খবর দেয় যে একজন গর্ভবতী মহিলা শিশু জন্মের জন্য ছটফট করছে। সাথে সাথেই আরপিএফ এর এএসআই লক্ষণ দেববর্মা ও হাবিলদার প্রণবেশ রায় খবর দেয় রেলওয়ে হাসপাতালের ডাক্তার অনুপমা দেববর্মা কে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন ডক্টর দেববর্মা এবং আসার পর উনি দেখতে পান জেনারেল কোচের মধ্যেই প্রসব করেছে সুনিতা দেবি নামে ওই মহিলা। বিহার রাজ্যের, মকর জেলার, হাতিয়াড়া গ্রামের বাসিন্দা পঁচিশ বছর বয়স্ক সুনিতা দেবি তার স্বামী রাজ বাবুর সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর জেনারেল কোচ এর মধ্যে সন্তান প্রসব করার সাথে সাথে ডক্টর অনুপমা দেববর্মা মহিলা যাত্রী কে এবং উনার স্বামীকে আরও উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর রেলওয়ে হাসপাতলে ভর্তি হতে বলেন। কিন্তু জন্মদাতা মা এবং উনার স্বামী থাকতে রাজি হন নি। ওই ট্রেনে তারা রওনা দেন মালদা স্টেশন এর উদ্দেশ্যে। আরপিএফ কর্মীরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে যে স্টেশনে দাঁড়াবে সেখানকার আরপিএফ অফিসে খবর দেন এবং জন্মদাতা মা এবং নব প্রজন্মের শিশুটির যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য আগাম সতর্কবার্তা পাঠিয়ে দেন। জানা গেছে করিমগঞ্জ রেল স্টেশনে এবং বদরপুর রেল স্টেশনে শিশু এবং মাকে চিকিৎসার জন্য ডাক্তাররা দেখে যান এবং দুধ থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র আরপিএফ থেকে দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments