IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- রিয়াং শরণার্থীরা অবরোধ আন্দোলন প্রত্যাহার করছে না৷ অতিরিক্ত অর্থ দেওয়ার নতুন প্যাকেজের ঘোষণা সত্ত্বেও তাঁরা মিজোরামে ফিরে যাচ্ছেন না৷ তাই, অবরোধ আন্দোলন দমাতে বলপ্রয়োগের পথেই হাঁটতে হচ্ছে ত্রিপুরা সরকারকে৷ কারণ, সকাল থেকে বিকেল পর্যন্ত অবরোধের জেরে দশদা-আনন্দবাজার এলাকায় জনজীবনে ব্যাঘাত ঘটছে৷ শুধু তাই নয়, ওই এলাকায় পরিবেশ থমথমে হয়ে রয়েছে৷ তাই, গতকাল মধ্যরাত থেকে আশাবাড়ি এবং নাইশিংপাড়া এলাকায় ১৪৪ ধারা জারি করছে কাঞ্চনপুর মহকুমা প্রশাসন৷ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কাঞ্চনপুর মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য৷ গত ৩১ অক্টোবর থেকে সকাল ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দশদা থেকে আনন্দবাজার রাস্তা অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছেন শরণার্থীরা৷ এমবিডিপিএফ সংগঠনের নেতাদের নেতৃত্বে শতাধিক রিয়াং শরণার্থী প্রতিদিন অবরোধ করছেন৷ শুধু তাই নয়, তারা খাদ্য গুদাম লুঠের হুমকি দিয়েছিলেন৷ তাই, আনন্দবাজার খাদ্য গুদামের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে কাঞ্চনপুর মহকুমা প্রশাসন৷
0 Comments