IIW : নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার :- মঙ্গলবার বিকালে শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থানার অন্তর্গত মরনসুর পাড়া সংলগ্ন রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরণে জানা যায় এইদিন বিকালে স্থানীয় লোকজন গলা কাটা রক্তাক্ত অবস্থায় এক যুবককে রাস্তার পাশে পরে থাকতে দেখে বাইখোরা থানার পুলিশকে খবর দেয়। বাইখোরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে বাইখোরা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত যুবককে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করে দেয়। প্রাথমিক ভাবে পুলিশ আহত যুবকের পরিচয় জানতে না পরলেও, পরবর্তী সময়ে আহত যুবকের পরিচয় জানা যায়। আহত যুবকের নাম বিনয় দাস, বয়স ৩৭ বছর। বাড়ি আগরতলার হাপানিয়া এলাকায়। জানা যায় বিনয় দাস বাইখোড়া মরনসুর পাড়াতে শ্বশুর বাড়িতে এসেছিল। শ্বশুরের নাম জীবন মজুমদার। তবে দিন দুপুরে কিভাবে বিনয় দাসের গলা কাটলো ? ঠিক কি হয়েছিল বিনয় দাসের সাথে এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
0 Comments