ধর্ষণের সাজা প্রাপ্ত আসামীকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা দিলো আদালত।

IIW : নিজস্ব প্রতিনিধি, পিংকু বিশ্বাস, আমবাসা :- জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গুনমনি শব্দকর(১৮) কে কুড়াল দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাত করে খুন করে হারাধন শব্দকর। ঘটনা ২০১৮ সালের ২৯ শে মার্চ, তারপর গুনমনির বাবা গোপাল শব্দকর হারাধনের বিরুদ্ধে আমবাসা থানায় মামলা করে। মামলা নাম্বার 14/2018 ধারা 302/201 IPC. মামলার তদন্তকারী অফিসার সঞ্জিব দেব্বর্মা তদন্ত করে আদালতে চার্জসিট জমা দেয়। দীর্ঘ শুনানির পর আজ জেলা ও দায়রা আদালতের মাননীয় বিচারপতি দাতা মোহন জমাতিয়া অভিযুক্ত হারাধন শব্দকরকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারান্ডের সাজা দেন এবং পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় অনাদায়ে তিন মাসের জেল এবং ২০১ ধারায় সশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি ইন্দ্রনীল চক্রবর্তী। উল্লেখ্য এই খুনের ঘটনার সময় হারাধন শব্দকর ধর্ষণের মামলায় জামিনে বাইরে ছিলো। পরে ধর্ষণ মামলায় দোষী সাবস্ত্য হয়। তাকে দশ বছরের সাজা ঘোষনা দেয় মাননীয় আদালত।

Post a Comment

0 Comments