IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- নেশা বিরোধী অভিযানে আবারো বড়সড় সাফল্য পেলো আমতলি থানার পুলিশ। আনুমানিক ৬ থেকে ৭ লক্ষ্য টাকার নেশা সামগ্রী সহ আটক করা হল এক যুবককে। গোপন সংবাদের ভিত্তিতে এই সাফল্য পায় আমতলি থানার পুলিশ। আমতলি থানার ওসি সিদ্বার্থ শঙ্কর রায় জানান এইদিন দুপুরে আমতলি থানায় গোপন সংবাদ আসে আগরতলা রেল স্টেশনের বিপরীতে অন্নপূর্ণা হোটেলে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সাথে সাথে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। হোটেল ও তার পিছনে থাকা বাড়িতে তল্লাসি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার হওয়া নেশা সামগ্রীর মধ্যে রয়েছে ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট। নেশা সামগ্রীর সাথে আটক করা হয়েছে মালিক সুশান্ত কুমার বনিককে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত করা হচ্ছে। একই সাথে আরও বেশকয়েকটি জায়গায় তল্লাসি করা হচ্ছে বলেও জানান তিনি।
0 Comments