IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- জিবি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি। আই.সি.ইউ থেকে কেবিনে স্থানান্তর। ৩০ অক্টোবর আই.এল.এস হাঁসপাতাল থেকে ছাড়ার পর ২০০৮-০৯ অর্থবর্ষে পূর্ত দপ্তরে আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসে পুলিশ। পশ্চিম আগরতলা থানার লকআপে নিয়ে যাওয়ার পরই প্রচণ্ড বুক ব্যথা অনুভব করেন বাদল চৌধুরী। বুক ব্যাথার কথা তিনি পুলিশ আধিকারিদের জানান। সাথে সাথে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসা হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রাথমিক পরীক্ষা করার পর বাদল চৌধুরীকে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তারা জানিয়ে দেন বাদল চৌধুরীর দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন। সাথে সাথে প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে পুনরায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর আইসিইউ-তে রাখা হয় বাদল চৌধুরীকে। বাদল চৌধুরীর চিকিৎসার জন্য গঠন করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড। চিকিৎসকদের আপ্রান প্রচেষ্টার ফলে দ্রুত শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে প্রাক্তন পূর্তমন্ত্রীর। টানা প্রায় পাঁচদিন আই.সি.ইউ-তে চিকিৎসার পর অবশেষে সোমবার সন্ধ্যায় আই.সি.ইউ থেকে বাদল চৌধুরীকে স্থানান্তর করা হয় কেবিনে।
0 Comments