IIW : নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর :- "আগে জাতি পরে পার্টি" এই স্লোগানকে সামনে রেখে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বনধ ডেকেছে সমস্ত বাঙালি জাতি। দীর্ঘ এক সপ্তাহ ধরে কাঞ্চনপুর মহকুমা জুড়ে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। রিয়াং জনজাতি কর্তৃক বাঙালিরা অত্যাচারিত হয়ে আসছে। একের পর এক বাঙালিদের বাড়িঘরে হানা এবং মারধর সহ দোকানপাট ভাঙচুর এবং বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেয় রিয়াং জনজাতিরা। বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বর্তমানের গোটা মহকুমা জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। উপজাতিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গত শুক্রবার থেকে সমস্ত বাঙালি জাতিরা অনির্দিষ্টকালের জন্য বনধ ডাকে গোটা মহাকুমা জুড়ে। 'নাগরিক সুরক্ষা মঞ্চের' ডাকা এই অনির্দিষ্টকালের বনধে সামিল হয়েছেন মহাকুমার বাঙালিরা। রিয়াং জনজাতিদের আক্রমনে বাড়িঘর ছাড়া হয়েছেন বহু গ্ৰামের মানুষ।এর মধ্যে লক্ষীপুর,গচিরামপাড়া, বরহলদি, পূর্ব লক্ষীপুর সহ বহু গ্ৰামের স্থায়ী বসবাসকারীরা ভোগান্তির শিকার হন। আক্রমণ কারীদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বনধ ডেকেছে বাঙালিরা। সকল বাঙালিরা একত্রিত হয়ে প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছে। তবে উপজাতিদের উপর আক্রমণ নয় নিজেদের সুরক্ষার জন্যই তাদের এই বনধ বলে জানান সংগঠনের নেতৃত্বরা। তবে উপজাতিদের যেকোনো আক্রমণের হাত থেকে বাঁচতে একেবারে প্রস্তুত বাঙালিরা। বর্তমানে একেবারে শুনশান সমস্ত কাঞ্চনপুর মহকুমা।
0 Comments