হাতে ধারালো অস্ত্র নিয়ে গনতান্ত্রিক আন্দোলন, ছিঃ ছিঃ রব সর্বত্র।

IIW : নিউজ ডেক্স রিপোর্ট :- আন্দোলন হয় গনতান্ত্রিক ভাবে। অতীতেও অনেক আন্দোলন দেখেছে রাজ্যবাসী বর্তমানেও হচ্ছে আর ভবিষ্যতেও হবে। কিন্তু পূর্বে একবার তিপ্রাল্যান্ডের নামে নগ্ন আন্দোলন দেখে লজ্জায় মাথা হেট হয়েছিল এই রাজ্যের মানুষের। এবার গনতান্ত্রিক আন্দোলনের নামে গুন্ডামী প্রত্যক্ষ করলেন এ রাজ্যের মানুষ। এবার হাতে ধারালো অস্ত্র নিয়ে আন্দোলনে দেখা গেল আন্দোলনকারীদের। অতচ পুলিশ যেন নিধিরাম সর্দারের ভূমিকায়। আজ ক্যাব বিরোধি আন্দোলনে এই দৃশ্য ধরা পড়ল ক্যামেরার ল্যান্সে। আর কতকাল আন্দোলনের নামে চলবে এই নগ্নতা এই প্রশ্ন সচেতন মহলের।

Post a Comment

0 Comments