প্রতিবেশীর সাথে পুরনো শত্রুতার জেরে যুবতির উপর প্রানঘাতি হামলা।

IIW : নিজস্ব প্রতিনিধি, বিশ্বরূপ চক্রবর্তী, করিমগঞ্জ :- প্রতিবেশীর সাথে পুরনো শত্রুতার জেরে যুবতির উপর প্রানঘাতি হামলা। ব্লেড দিয়ে একদল যুবতি হামলা চালায় অন্য এক যুবতির উপর। ঘটনা প্রতিবেশী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার পাথারকান্দির রাজারগ্রামে। পাথারকান্দির রাজারগাও গ্রামের ভানুকলা সিনহা গতকাল গ্রামের মন্দিরে পূজা দিতে যায় তখন একি গ্রামের ছবিসেনা সিনহা, প্রবাশিনি সিনহা, মৌসমি সিনহা তাকে অশ্রব্য গালি দিয়ে মন্ডপে ডুকতে নিষেধ করে টানাহ্যাচড়া করে কিল ঘুষি মেরে তাড়িয়ে দেয়। এই বিষয়ে গতকাল পাথারকান্দি থানায় ছবিসেনা সিনহা, প্রবাশিনি সিনহা, মৌসমি সিনহাকে অভিযুক্ত করে এজাহার দাখিল করেন ভানুকলা সিনহা। উল্লেখযোগ্য উভয় পক্ষের পূর্বের বিবাধ ছিল। আজ আবার ভানুকলা সিনহা তার পুত্রবধু সাধনা সিনহা এবং নাতিনী সুস্মিতা সিনহাকে নিয়ে মন্দিরে পূজা দিতে গেলে একি ছবিসেনা সিনহা, প্রবাশিনি সিনহা, মৌসমি সিনহা এবং কৃষ্ণগোপাল সিনহা চারজন মিলে ভানুকলা সিনহা সাধনা সিনহা এবং সুস্মিতা সিনহাকে ব্লেট দিয়ে আক্রমণ করে সুস্মিতা সিনহার পিঠের বিভিন্ন অংশে ব্লেট দিয়ে কেটে দেয় এতে গুরতর আহত হয় সুস্মিতা সিনহা ও সাধনা সিনহা এবং ভানুকলা সিনহা। আজ এই সংক্রান্তে ছবিসেনা সিনহা, প্রবাশিনি সিনহা, মৌসমি সিনহা এবং কৃষ্ণগোপাল সিনহাকে অভিযুক্ত করে পাথারকান্দি থানায় এজাহার দাখিল করেন ভানুকলা সিনহা।

Post a Comment

0 Comments