বহুদিন পর নেশার সিরাপ সহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হল ঊনকোটি জেলার ফটিকরায় থানার পুলিশ।

IIW : নিজস্ব প্রতিনিধি, বিকাশ কপালী, কুমারঘাট :- বহুদিন পর নেশার সিরাপ সহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হল ঊনকোটি জেলার ফটিকরায় থানার পুলিশ। গোপন সূত্রে আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল একটি অল্টো গাড়িতে করে নেশার সিরাপ ফটিকরায়-কমলপুর রোড হয়ে আগরতলাতে পাচার করা হবে। সেই মোতাবেক পুলিশ ওৎ পেতে বসে থাকে। এদিকে, আজ সকাল দশটা নাগাদ পানিসাগর থেকে TR 05D-0427 নম্বরের একটি অলটো গাড়িতে করে ঊনিশশো বোতল ফেন্সিডিল নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হয় আরিফ উদ্দিন (পিতা নুর উদ্দিন, বাড়ি আসামের কাছাড় জেলার শিবপুর দুই নং পার্ট) এবং অপরজন চালক সুধীর দাস (পিতা মৃত রাকেশ দাস বাড়ি পানিসাগর) নামের দুই যুবক। ওই দুই যুবক নেশার সিরাপসহ গাড়ি নিয়ে কুমারঘাট-ফটিকরায়-কমলপুর রোড হয়ে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হয়। ফটিকরায় এলাকায় প্রবেশ করতেই পুলিশ তাদের সিগন্যাল দেয় দাঁড়ানোর জন্য। কিন্তু পুলিশকে দেখেই পাচারকারীরা দ্রুতবেগে গাড়িটি চালিয়ে দেয়। কিছুক্ষণ যাওয়ার পরে সামনেই সৎসঙ্গ আশ্রমের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গাড়িটি। ফলে পুলিশ সঙ্গে সঙ্গে তাদের পাকড়াও করে গাড়িসহ নেশার শিরাপ গুলো ফটিকরায় থানায় নিয়ে আসে। ধৃত পাচারকারীদ্বয়কে জিজ্ঞাসা করে অনেক তথ্য হাতে পেয়েছে পুলিশ। আটক ফেন্সিডিল গুলির বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা বলে জানায় পুলিশ। ধৃত দুই পাচারকারীকে ফটিকরায় থানার হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল তাদের জেলা আদালত কৈলাসহরে তোলা হবে। তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment

0 Comments