IIW : নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি :- আসাম থেকে ত্রিপুরাতে জাল নোট নিয়ে আসার পথে আটক ত্রিপুরা রাজ্যের তিন যুবক। ঘটনার বিবরণে প্রকাশ, শনিবার আনুমানিক দুপুর দুটো নাগাদ আসামের শিলচর থেকে ত্রিপুরার আগরতলার উদ্দেশ্যে প্রচুর পরিমাণ জাল টাকা নিয়ে আসছিল তিন যুবক। গোপন সূত্রে খবর পেয়ে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার জগদিশ দাস এবং শিলচর সদর থানার পুলিশ বাহিনী জাতীয় সড়কে ওৎ পেতে বসে থাকে। তখনই শিলচর থেকে ওই তিন যুবক ত্রিপুরাতে আসছিল। সঙ্গে সঙ্গে তাদের জাল নোট সহ পাকড়াও করে সদর থানায় নিয়ে যায় পুলিশ। জানা যায় ধৃত জাল নোট কারবারির নাম সীতারাম সাহানি(২৬) ওরফে বিক্রম, বাড়ি উত্তর জেলার চুড়াইবাড়ি এলাকায়, সুজিত মজুমদার (৩২), বাড়ি দক্ষিণ জেলার বিলোনিয়া, আব্দুল হোসেন (৩৭), বাড়ি পশ্চিম জেলার জিরানিয়া। পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে তারা জালনোট কারবারে জড়িত। তাছাড়া সীতারাম সাহানি ওরফে বিক্রম চুড়াইবাড়িতে ফেন্সি মাফিয়া নামে পরিচিত। সে বাম আমল থেকে আসাম থেকে বহু নেশা সামগ্রী রাজ্যে পাচার করত। বর্তমানেও তার রমরমা বজায় রয়েছে। তার বাবা কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরে কর্মরত।
এদিকে, আজ শিলচর থেকে এই ত্রয়ী জাল নোট পাচারকারী রাজ্যে আসছিল মোট ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা নিয়ে। এরমধ্যে ৪৫ টি ৫০০ টাকা নোট ছিল। তাছাড়া অধিকাংশই ছিল একশত ও দুইশত টাকার নোট। তাহলে জনমনে স্বাভাবিকভাবে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে কেন্দ্রীয় সরকার নোট বদল এর পরও কিভাবে এত জাল নোটের ছড়াছড়ি দেশজুড়ে। এরমধ্যে অধিকাংশই ত্রিপুরা রাজ্যে ঘটে চলছে। দুদিন পূর্বে ধর্মনগরে এক মহিলা জাল নোট সহ ধরা পড়ার চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্যের আরও তিন যুবক জাল নোট নিয়ে ধরা পড়েছে তাতে জেলা জুড়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, আজ শিলচর থেকে এই ত্রয়ী জাল নোট পাচারকারী রাজ্যে আসছিল মোট ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা নিয়ে। এরমধ্যে ৪৫ টি ৫০০ টাকা নোট ছিল। তাছাড়া অধিকাংশই ছিল একশত ও দুইশত টাকার নোট। তাহলে জনমনে স্বাভাবিকভাবে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে কেন্দ্রীয় সরকার নোট বদল এর পরও কিভাবে এত জাল নোটের ছড়াছড়ি দেশজুড়ে। এরমধ্যে অধিকাংশই ত্রিপুরা রাজ্যে ঘটে চলছে। দুদিন পূর্বে ধর্মনগরে এক মহিলা জাল নোট সহ ধরা পড়ার চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্যের আরও তিন যুবক জাল নোট নিয়ে ধরা পড়েছে তাতে জেলা জুড়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
0 Comments