IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- মাদক বিরোধী অভিযানে নেমে আবারো সাফল্য পেলো উত্তর জেলার পুলিশ। সোমবার(১৭ ফেব্রুয়ারি) গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী'র নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশ ওত পেতে থাকে দুর্গাপুর এলাকা সংলগ্ন রেল গেটের পাশে। এদিন দুপুরে দুই মাদক পাচারকারী রেল গেট এলাকায় এলে পুলিশ তাদের আটক করে। তাদের কাছ থেকে মোট ৫২ গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা হবে বলে জানান উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। মাদকসহ দুই মাদক পাচারকারীকে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। আটক দুই জনের নাম নূর আহমেদ ও আব্দুল হামিত। তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান জেলা পুলিশ সুপার। তাদের বাড়ি অসমের পাথারকান্দি এলাকায়।
0 Comments