IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- অবৈধ নেশার কারবারের সাথে জড়িত থাকার দায়ে এনডিপিএস আইনে এই প্রথম উত্তর জেলা দায়রা আদালত দুই আসামিকে কঠোর শাস্তি শোনালো। মোঃ সাদিক ও বাব্লু ঢালী নামে এই দুই সাজাপ্রাপ্ত আসামির বাড়ি পশ্চিমবাংলার ২৪ পরগনা জেলায়। উত্তর ত্রিপুরার পানিসাগর থানার পুলিশ এদের ২০১৭ সালের ১০ আগস্ট বিকেল আনুমানিক ৪ টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে পানিসাগর নাকা পয়েন্ট থেকে একটি কন্টেইনার লরি সহ আটক করেছিল। লরির চালক হিসেবে ছিলেন মোঃ সাদিক এবং সহ চালক হিসেবে লরিতে ছিলেন বাবলু ঢালি। তাদের লরিতে তল্লাশি চালিয়ে পুলিশ ৩১১ কেজি গাঁজা উদ্ধার করেছিল। এরপর দীর্ঘ প্রায় আরাই বছর আদালতে বিচার প্রক্রিয়া চলার পর সোমবার উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা আদালতের মাননীয় বিচারক গৌতম সরকার অভিযুক্ত দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার শাস্তি শোনালো। আদালতের এই কঠোর রায়ে ধারণা করা হচ্ছে আগামী দিন নেশার কারবারিরা অনেকটা ভয়ভীত হয়ে নেশার কারবার থেকে বিরত থাকবে। সোমবার এই রায় শোনানোর পর গোটা আদালত চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
0 Comments