অজগর সাপের মাংস বিক্রেতা ধরা পড়লো পুলিশের জালে।

IIW : ওয়েব ডেস্ক :- কাঞ্চনপুর মহাকুমার ভাংমুন থানার নাকের ডগায় অজগর সাপ কেটে মাংস বিক্রির ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে আজ পাকড়াও করে কাঞ্চনপুর থানা ও মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজীত শুক্লা দাস। ধৃত তিনজনকেই পাকড়াও করে ভাংমুন থানায় বনবিভাগের আইনে একটি মামলা গ্রহণ করা হয়েছে। ত্রিপুরা বন আইনের ৫১ নম্বর ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। ধৃত এই বন আইন লঙ্ঘনকারী ত্রয়ীর নাম রাকানজয় রিয়াং, পূর্বজয় রিয়াং ও চন্দ্র রিয়াং। উভয়ের বাড়ি জম্পুই এলাকাতে। জানা যায় দীর্ঘদিন ধরে বন আইন লংঘন করে অবৈধভাবে সাপ কেটে মাংস বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত এরা। আজ তাদের কাঞ্চনপুর থানায় রাখা হয়েছে। আগামীকাল জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Post a Comment

0 Comments