IIW : নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি :- সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সমাজের মহৎ কাজে এগিয়ে এলেন পাথর ব্যবসায়ী আব্দুল মালিক। শত শত মানুষের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী। হাসি ফোটালেন দিনমজুর পরিবারে। সারা দেশ জুড়ে চলছে লকডাউন আর এরই মধ্যে দরিদ্রসীমার নিচে বসবাসকারীরা কর্মহীন হয়ে পড়েছে। দিনমজুর শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। সামান্য সরকারি সাহায্য মিললেও পর্যাপ্ত হারে মিলছে না তাদের খাবার।তাদের কথা মাথায় রেখে আজ উত্তর জেলার কদমতলা ব্লক এলাকার পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাথর ব্যবসায়ী তথা সমাজসেবী আব্দুল মালিক প্রায় চার শতাধিক পরিবারের হাতে খাদ্য তুলে দেন ত্রাণ সামগ্রী। চাল, ডাল, লবণ, সোয়াবিন, তেল, বিস্কুটসহ প্রভৃতি সামগ্রী দরিদ্রদের ঘরে পৌঁছে দেন। আজ বুধবার সকাল নয় টা থেকে এই কর্মসূচি সংঘটিত হয় উনার নিজ বাড়িতেই। এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস, এলাকার বিশিষ্ট সমাজসেবী ইজ্জত আলী সহ গ্রামের প্রবীণ নাগরিকরা। এক সাক্ষাৎকারে আব্দুল মালিক জানান, দীর্ঘদিন ধরে উনার সমাজের প্রতি কিছু করার ইচ্ছে রয়েছে। আর এই চরম আর্থিক দুঃসময়ের মধ্যেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ। তাই সমাজের এই ক্ষুদ্র উপকার করতে পেরে সাধারণত তিনি খুশি। এর পূর্বেও তিনি বিভিন্ন সমাজ সেবায় ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন। একক প্রচেষ্টায় সাহায্য করেছেন শত শত মানুষের। তাই একাধারে তিনি যেমন একজন পাথর ব্যবসায়ী তেমনি ঠিক অপরদিকে একজন প্রকৃত সমাজসেবীও।