প্রথম নর্থ ইস্ট অলিম্পিক গেইমস ২০১৮ অনুষ্ঠিত হতে চলছে মণিপুর ইম্ফলে এই মাসের ২৪ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত। এতে অংশ গ্রহণের জন্য ভার উত্তোলনের বিভিন্ন বিভাগে পুরুষ ও মহিলাদের দল বাছাই পর্বের খেলা হয়েছে গত ১০ তারিখ বাধারঘাট ওয়েট লিফ্টিং হলে । সব কটি বিভাগ মিলিয়ে জাতীয় স্তরে খেলার ছাড়পত্র পেয়েছে মোট ১৪ জন খেলোয়াড়। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলার এক মাত্র খেলোয়াড় হিসেবে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করবে রাজেশ শর্মা। রাজেশ শর্মা মর্যাদা রক্ষা করলো উত্তরের।
1 Comments
Good entertainment .Keep it up.
ReplyDelete