আত্মহত্যার চেষ্টা নাকি নিছকই দুর্ঘটনা, না কেউ ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন ট্রেন থেকে ???


IIW: পিঙ্কু বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি, আমবাসা :- শনিবার সকালে আমবাসা রেল স্টেশন এর আগে বিবেকানন্দ নগরে ট্রেন থেকে ছিটকে পড়ে যান এক মহিলা। সেই সময় এলাকার জনগণ মহিলাকে দেখতে পায়। গুরুতর আহত অবস্থায় মহিলাকে কুলায় জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু মহিলা কোথা থেকে আসছেন বা বাড়ি কোথায় তা এখনো জানা যায়নি। মাথায় আঘাত পাবার দরুন তিনি কিছুই বলতে পারছেন না। এখন পর্যন্ত মহিলার সাথে কেউ যোগাযোগ করতেও আসেননি। শুধুমাত্র জানা যায় আহত মহিলার নাম রুবি দেব। এদিকে মহিলার পরিবারের কেউ না থাকায় মহিলার চিকিৎসা চলছে ধীরগতিতে। প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। মহিলা মাথায় আঘাত পাওয়ায় মহিলার অবস্থা সঙ্কটজনক, কিন্তু চিকিৎসার নামে চলছে গাফিলতি।কিভাবে মহিলা ট্রেন থেকে পড়লেন তা এখনো জানা যায়নি। এটা কি আত্মহত্যা করার চেষ্টা নাকি দুর্ঘটনা বা কেউ ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে মহিলাকে ফেলে দিয়েছেন তা বলা মুশকিল।

Post a Comment

0 Comments