ধর্মনগর জেলা কংগ্রেস সেবা দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হলো ধর্মনগর জেলা কংগ্রেস কার্যালয়ে।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- জেলা কংগ্রেস সেবা দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ধর্মনগর জেলা কংগ্রেস কার্যালয়ে। উপস্থিত ছিলেন  কংগ্রেস সেবা দলের রাজ্য সভাপতি নিত্য-গোপাল রুদ্রপাল সহ সেবা দল উত্তর জেলার সভাপতি প্রিয়তুষ নাথ, বিজন মালাকার, পি সি সি সদস্য কান্তি মোহন ধর, পি সি সি সদস্য কেবল নন্দী, উত্তর জেলা যুব কংগ্রেস এর সভাপতি নিরুপম দে সহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসকে শক্তিশালী করতে উত্তর জেলায় সেবা দলের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে যাতে আগামী দিনে কংগ্রেস কে মজবুত করা যায়।

Post a Comment

0 Comments