IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- কেন্দ্রিয় সরকারে উদ্ভাবনী পানীয় জল সরবরাহ স্কিমের অন্তর্গত জাম্পুই ব্লকের বেলিয়ানচিপ গ্রামে ৩০ হাজার গ্যালন ক্ষমতা সম্পন্ন পানীয় জলের উৎস উদ্বোধন হলো। উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পূর্ত, জল দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করমছড়া কেন্দ্রের বিধায়ক ডিসি রাঙ্খল, পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমার শাসক অভেদা নন্দ বধ্য প্রমুখ। ২ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত জাম্পুই ব্লকের বেলিয়ানচিপ গ্রামে ২০১৬ সালের নভেম্বর মাসে কাজ শুরু হয় এই প্রকল্পের শেষ হয় ২০১৮ সালের অক্টোবর মাসে। এই রিজার্ভার ট্যাংক থেকে মোট ১২০০ পরিবারকে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল পাবে। এর আগেও জাম্পুই ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি রিজার্ভার ট্যাংকের ব্যবস্থা করা হলেও এই রিজার্ভার ট্যাংক এযাবতকালের বৃহৎ পানীয় জল প্রকল্প। এই প্রকল্পের উদ্বোধনের ফলে গোটা বেলিয়ানচিপ গ্রামে পাইপ লাইনের মধ্যমে পানীয় জল পৌঁছে যাবে। ফলে অতিথের মত আর জল জল সংকটে ভোগতে হবে না বেলিয়ানচিপ গ্রামের মানুষকে। দুইটি ঝর্ণার জল থেকে ১৭৫ মিটার পাহাড়ের নিচে থেকে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহের করা হল। এই নিয়ে খুশীর হাওয়া বইছে বেলিয়ানচিপ গ্রামের লোকজনদের মধ্যে। ২০১৬ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিলো কিন্তু কোন এক অগ্যাত কারনে এই কাজ মাঝ পথে বন্ধ হয়ে যায় নতুন সরকার আসার পর পাহাড়ের মানুষের কথা মাথায় রেখে বেলিয়ানচিপ গ্রামের এই জল প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয় রাজ্য সরকার। আগামী দিনে এই ধরনের আরও নতুন প্রকল্প নির্মাণে উদ্যোগ গ্রহণ করবে বলে অনুষ্ঠানে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সুদীপ রায় বর্মণ।
0 Comments