IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- গোপন সূত্রের ভিত্তিতে আবারও গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেলেন জেলা পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী। শনিবার দুপুরে AS 01B 0786 নম্বরের বলেরো গাড়ি ধর্মনগর শহরে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করতে দেখে শহরের মানুষদের কাছ থেকে খবর যায় পুলিস সুপারের কাছে। শুরু হয় অভিযান কিছুক্ষণ খুঁজাখুঁজির পর বাবুর বাজার এলাকা থেকে গাড়িটিকে আটক করে গোয়েন্দা দপ্তরের আধিকারিক সহ ধর্মনগর থানার পুলিস। রাস্তায় গাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে ১৪১ প্যাকেটে ১৫৯ কেজি গাঁজা সহ গাড়ি চালক অমৃত দাস ও খালাসী মনিষ পালকে আটক করে গাড়ি সহ ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। থানায় প্রায় ২-৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের চালক জানায় গাড়ির ভেতরে গোপন আবরণে আরও গাঁজা আছে যা পুলিস খুঁজে বের করতে পারেনি। তারপর আরেকবার চালক অমৃত দাসকে নিয়ে সন্ধ্যায় তল্লাশি চালিয়ে ৬১ প্যাকেটে গাঁজা পাওয়া যায়। মোট ২০২ প্যাকেটে ২২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিস। এদিকে চালক জানিয়েছে এই গাঁজা সে আগরতলা থেকে নিয়ে আসে আসামের পাথারকান্দি নিয়ে যাওয়ার জন্য। পুলিস একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে।
0 Comments