IIW : নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- আবারও মানবতা বিলুপ্তির এক জ্বলন্ত দৃষ্টান্ত পরিলক্ষিত হলো পানিসাগর মহকুমা সদরের রাজ পথ সংলগ্ন ফুটপাতে। ঘটনায় বিবরণে প্রকাশ যে আজ সকাল অনুমানিক প্রায় এগারোটা নাগাদ অজ্ঞাত পরিচয় হীন মানসিক ভারসাম্য বয়স চল্লিশের এক যুবক পানিসাগর বাজারের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন পঞ্চাশ মিটার দূরত্বের মধ্যে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখা যায়। বিশেষ করে ন এন্ট্রি জোনে এমতাবস্তায় পরে থাকা ব্যক্তিটির দিকে কোনো একটি মানুষ এগিয়ে আসতে লক্ষ্য করা যায় নি। বেলা প্রায় তিনটা বেজে তিরিশ মিনিট। আমাদের সংবাদ কর্মীর চোখে এই দৃশ্য পরিলক্ষিত হয়। রাস্তার পাশে দিয়ে লক্ষ্য লক্ষ্য কোটিপতিরা দামি দামি গাড়ি করে পারি দিচ্ছে। এমন কি কিছু দূরত্বে রয়েছে পানিসাগরের স্বনাম ধন্য দুটি রেজিস্ট্রি ক্লাব। এছাড়াও গোটা মহকুমার মধ্যে বিগত কিছুদিন পূর্বে একটি সামাজিক সংস্থার আত্বপ্রকাশ ঘটে। এদের কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নি। এছাড়া মহকুমা সদরের কিছু দূরত্বের অমানবিক দৃষ্টান্ত বর্তমান সমাজকে কুলষিত করেছে। সমাজের ভারসাম্য হীন ব্যক্তিদের প্রতি আমাদের সাহায্য সহযোগিতার বদলে অমানবিক অবহেলা বার বার পরিলক্ষিত হয় যাতে আমাদের বর্তমান শিক্ষিত যান্ত্রিক সভ্যতা বার বার করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে। সংবাদ কর্মীদের খবর সূত্রে পানিসাগর মহকুমা প্রশাসন ও আরক্ষা প্রশাসনের যৌথ উদ্যোগে বিকাল প্রায় ৪টা নাগাদ পানিসাগর অগ্নিনির্বাপক কর্মীদের সহায়তায় ঐ ব্যক্তিটিকে পানিসাগর হাসপাতালে প্রেরণ করা হয়। এই দৃশ্যটি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপলব্দি করে বর্তমান সভ্য মনুষ্য সমাজ। বিশেষ করে উক্ত ব্যক্তিটি যে স্থানে পরে ছিল, লক্ষ্য করে দেখা যায় যে, নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন সহ কিছু পতাকা ওর পাশে পোতা ছিল। কিন্তু কোন রাজ নেতাদেরও ওর পাশে দাঁড়াতে দেখা যায় নি।
0 Comments