ফেব্রুয়ারি মাস থেকে রেশনে পাওয়া যাবে মশুর ডাল।


IIW : আগরতলা :- ফেব্রুয়ারি মাস থেকে রেশনে পাওয়া যাবে মশুর ডাল একথা জানালেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি আরও জানান, জানুয়ারি এবং ফেব্রুয়ারির বরাদ্দ কৃত মশুর ডাল একসাথে ২ কেজি ফেব্রুয়ারি মাসে রেশনে পাওয়া যাবে। খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব জানান, এখন থেকে সাধারণ মানুষ রেশন থেকে ৪০ টাকা করে মশুর ডাল নিতে পারবেন। ফেব্রুয়ারিতে জানুয়ারি এবং ফেব্রুয়ারির দুই মাসের বরাদ্দকৃত ২ কেজি মশুর ডাল একসাথে পাবেন। তিনি জানান, কিছু অসুবিধে থাকার দরুন জানুয়ারিতে মশুর ডাল দেওয়া হয়নি।

Post a Comment

0 Comments