গোটা রাজ্যের সাথে ধর্মনগরও পালিত হলো ৭০ তম প্রজাতন্ত্র দিবস।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- গোটা রাজ্যের সাথে ধর্মনগরও পালিত হলো ৭০ তম প্রজাতন্ত্র দিবস। সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হলো। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে রাজ্য সরকারের পক্ষ থেকে নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজধানী সহ রাজ্যের সমস্ত ক্লাব, প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক কর্মসূচি ও প্রীতি ক্রিকেট প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এদিন প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হয় বিবিআই ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাছাড়া উপস্থিত ছিলেন উওর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য অতিথিবৃন্দরা। স্কুলের ছাত্র ছাত্রীরা নাচ, গান পরিবেশিত করে। এদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে রেল স্টেশন, বিমান বন্দর, হাসপাতালে প্রতিটি জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের নজরদারিও বাড়ানো হয়েছে। 

Post a Comment

0 Comments