IIW : পিংকু বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি, আমবাসা :- রাজ্যে ফের গণধর্ষণের শিকার হল এক উপজাতি নাবালিকা ছাত্রী। ঘটনাটি ঘটেছে, আমবাসা থানাধীন হরিমঙ্গল এডিসি ভিলেজের হরিছড়া এলাকায়। শুক্রবার নিজের ভাড়া ঘরের মধ্যেই তিন নেশাশক্ত যুবক এক উপজাত নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে। এদিন দুপুরে বাড়ির মালিক যখন বাজারে এবং ছোট বোন স্নানাগারে তখন ঘরে একা ছিল বড় বোন। এমন সময় অভিযুক্ত নেশাগ্রস্থ অবস্থায় ঘরে প্রবেশ বড়বোনের উপর চড়াও হয় এবং তাঁকে শারীরিক নির্যাতন করে। তখন চিৎকার করতে থাকে নাবালিকা উপজাতি ছাত্রীটি। তার চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকেরা ছুটে আসে। সাথে সাথে ছুটে আসে তার ছোট বোনও। এমন সময় অভিযুক্তরা পালিয়ে যায়। তারপর ঘটনার সম্পর্কে মেয়েটি তার পরিবারকে জানায়। সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকেরা থানায় দ্বারস্থ হয়। এবং ঐ তিন অভিযুক্তের বিরুদ্ধে আমবাসা থানায় মামলা লিপিবদ্ধ করা হয়। মামলার নম্বর ৬/১৯। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬/৫১১/৩৫৪(বি)/৩৪ ধারার সাথে পক্সো আইনও প্রয়োগ করা হয়েছে বলে জানা গেছে। এই মামলার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করে।
0 Comments