IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- রুটিন তল্লাশিতে একের পর এক সাফল্য পাচ্ছে ধর্মনগর আর পি এফ রেল পুলিশ। গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধর্মনগর রেল পুলিশ এর দফায় দফায় তল্লাসি তে প্রচুর নেশা জাতীয় এস কফ কপসিরাপ উদ্ধার হয়েছে সাথে আটক হয়েছে বেস কয়েক জন পাচারকারী। বৃহস্পতিবার আবারো শিলচর আগরতলা পেসেঞ্জার ট্রেন টি ধর্মনগর স্টেশনে প্রবেশ করতেই তল্লাশি শুরু করে আর পি এফ রেল পুলিশ। উদ্ধার হয়েছে ১৭০ বোতল এস কফ কপসিরাফ। যার বাজার মুল্য প্রায় ২০০০০ টাকা বলে পুলিশ সুত্রে খবর। তবে আজ কাউকে আটক করতে পারে নি রেল পুলিশ। সড়ক পথে পুলিশের সতর্কতার কারনে রেল পথে নেশা সামগ্রী পাচার করছে পাচারকারীরা। তবে বিগত কিছু দিনের রেল পুলিশের তল্লাশি অভিযানে কুন্ঠাসা হচ্ছে নেশা মাফিয়ারা তা বলাই চলে।
0 Comments