ধর্মনগরে হেলথ কিউর নার্সিং হোমের শুভ উদ্বোধন হল আজ।


IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ধর্মনগর মহকুমার অন্তর্গত সাকাইবাড়ি এলাকাতে ২৫ শয্যা বিশিষ্ট এই প্রথম হেলথ কিউর নার্সিং হোম এর আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ। উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, টিআইডিসি চেয়ারম্যান টিংকু রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দরা। পাঁচ বন্ধুর অক্লান্ত পরিশ্রমে মাথা তুলে দাঁড়িয়েছে এই হেলথ কিউর নার্সিং হোম। এই নার্সিং হোমে রয়েছে ২৫ শয্যা বিশিষ্ট আইসিইউ, দুটি অপারেশন থিয়েটার, ঔষধালয় এবং এখানে চিকিৎসা করতে আসবেন বেঙ্গালুরু, অসম এবং ত্রিপুরার চিকিৎসকরা। আজ বেলা দুই ঘটিকায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ অন্যান্য অতিথিরা।

Post a Comment

0 Comments