যোগাযোগ বন্ধ হওয়ার পরিস্থিতি, প্রশাসন কুম্ভ নিদ্রামগ্ন।


IIW : নিজস্ব প্রতিনিধি, পিংকু বিশ্বাস, আমবাসা :- বিগত কয়েক দিনের বৃষ্টিতে বানবাসী গোটা রাজ্য, সাধারণ মানুষ আশ্রয় নিচ্ছে শরনার্থী শিবিরে। এদিকে কয়েক দিনের মাশুলদার বৃষ্টিতে গ্রামাঞ্চলের মানুষ দিশেহারা। উলেখ্য আমবাসা ব্লকের অধীন কাছিমছড়া পঞ্চায়েতের অন্তর্গত কাছিমছড়ার সাথে যোগাযোগ ছিন্ন হওয়ার পথে। বিগত কয়েক দিনের বৃষ্টিতে কাছিমছড়া এলাকার রাস্তা ছড়ার জলে তলিয়ে গেছে বেশির ভাগ অংশ। সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যাওয়ার মুখে এই রাস্তা। জানা যায় এই এলাকায় প্রায় এক হাজার পরিবারের বসবাস। যদি রাস্তা তলিয়ে যায় তাহলে কাছিমছড়ার সাথে কুলাই, আমবাসার যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় এলাকাবাসী প্রশাসনের দিকে তাঁকিয়ে আছে কি ব্যবস্হা নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের কোন আধিকারিক এলাকায় খবর নিতে পৌছায় নি। তবে সময় থাকতে প্রশাসন উদ্যোগ না গ্রহণ করলে বিদ্রোহ ঘোষণা করতে পারে এলাকাবাসী এমনটাই সূত্রের খবর।

Post a Comment

0 Comments