IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- ২০০৮-০৯ অর্থবর্ষে পূর্ত দপ্তরে আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী পশ্চিম আগরতলা থানার লকআপে গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন। বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে বাদল চৌধুরীকে পুনরায় নিয়ে যাওয়া হয়েছে জিবি হাসপাতালে। বুধবার সকালে এক প্রকার জোরপূর্বক আইএলএস হাঁসপাতাল থেকে বাদল চৌধুরীকে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসে পুলিশ। পশ্চিম আগরতলা থানার লকআপে নিয়ে যাওয়ার পরই প্রচণ্ড বুক ব্যথা অনুভব করেন বাদল চৌধুরী। সাথে সাথে পশ্চিম আগরতলা থানায় ছুটে আসে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রাথমিক পরীক্ষা করার পর বাদল চৌধুরীকে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সাথে সাথে বাদল চৌধুরীকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যতটুকু খবর বাদল চৌধুরীর শারীরিক অবস্থা সঙ্কট জনক।
0 Comments