গায়েব ভালোবাসার চিহ্ন।

IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- রাজধানী আগরতলার মানুষ কি এই শহর কে আর ভালোবাসে না? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আজব এক ঘটনায়। শহরের বিখ্যাত এক স্থানে I LOVE  AGARTALA লেখার মাঝখানে লাভ চিহ্নটাই বেপাত্তা হয়ে গেছে। এই ঘটনায় পথচলতি মানুষের রসালো মন্তব্যে এই মুহূর্তে আগরতলার উপর দিয়ে যে ঝড় বইছে তাতেই হয়তো লাভ চিহ্ন আপাতত গা ঢাকা দিয়েছে।

Post a Comment

0 Comments