IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- কালী পুজোর শেষ রাতে ধর্মনগর শহরের বুকে ৪ টি দোকানে হানা দেয় চোরের দল। ধর্মনগর শহরে বৃহস্পতিবার ছিল কালী পুজো শেষ রাত্র। দর্শনার্থীরা পুজো দেখে সবাই বাড়ি ফিরে যায়। বৃহস্পতিবার শেষ রাতের দিকে ধর্মনগর শহরের রাস্তাঘাট ছিল পুরোপুরি ফাঁকা। আর এই নির্জনতার সুযোগ নিয়ে নিশিকুটুম্ভদের দল হানা দেয় ধর্মনগর শহরের বুকে অফিসটিলা এলাকার ৪ টি দোকানে। শুক্রবার সকালে দোকান মালিকেরা দোকান খুলে দেখতে পায় দোকানের জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। দোকানে চুরি হয়েছে বুঝতে পেরে দোকান মালিকরা খবর দেয় ধর্মনগর থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছায় ধর্মনগর থানার পুলিশ। জানা গেছে ৪ টি দোকানের মধ্যে রয়েছে ২ টি সাইকেলের দোকান, জলি স্টিল ইন্ডাস্ট্রি এবং সিমেন্টের দোকান। এই ৪ টি দোকানে চোরের দল হানা দিয়ে ল্যাপটপ, নগদ অর্থ সহ আরো মুল্যবান সামগ্রী নিয়ে যায় । তদন্তে নেমেছে ধর্মনগর থানার পুলিশ।
0 Comments