জাতীয় সড়কে ধ্বস অব্যাহত, স্তব্ধ যান চলাচল।

IIW : নিজস্ব প্রতিনিধি, বিকাশ কপালী, কুমারঘাট :- আসাম আগরতলা জাতীয় সড়কের কুমারঘাট থানাধীন রতিয়াবাড়ি এলাকায় আজ আবার ধ্বস পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত সাফাই এর জন্য জেসিবি কে কাজে লাগানো হয়। ঘটনাস্থলের দুদিকেই শত শত গাড়ি আটকা পড়ে আছে। এদিকে গতকালও অনুরূপভাবে পেচারতল থেকে কুমারঘাট যাবার দশ কিলোমিটার রাস্তার মধ্যে সিদংছড়া, পংছড়া, ও কাছারীছড়া এলাকায় ধ্বস পরে শত শত গাড়ি কাল থেকে আটকে আছে। কাল থেকে আজ অবধি এই এলাকার রাস্তা পুরোপুরি এখনো পরিষ্কার হয়নি। যার জন্য যান চালকসহ সাধারণ যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। প্রশাসন আরো তৎপরতার সঙ্গে কাজ না করলে দুর্ভোগ বাড়বে বলে সাধারণ মানুষ মনে করছেন।

Post a Comment

0 Comments