IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- ঘূর্নিঝড় বুলবুল প্রবল বেগে আছড়ে পড়েছে বাংলার উপকূলে৷ শনিবার থেকেই ত্রিপুরা রাজ্যেও দুর্যোগের ঘনঘটা৷ মুখ ভার করে আছে আকাশ৷ রবিবার সকাল থেকে ঝিরঝির বৃষ্টিতে জনজীবন নাকাল হয়ে পড়েছে৷ সাইক্লোন বুলবুলের প্রভাবে রজ্যেও হালকা মাঝারী বৃষ্টিপাত শুরু হয়েছে৷ শনিবার থেকেই আকাশের মুখ ভার হয়ে রয়েছে৷ রবিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত৷ বৃষ্টির ফলে জীবন যাত্রা রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে৷ ছাতি ছাড়া ঘর থেকে বের হওয়ার কোন উপায় নেই৷ বিভিন্নস্থানে সরকারী ও বেসরকারী অনুষ্ঠানেও বুলবুলের প্রভাব পড়েছে৷ প্রাকৃতিক দুর্যোগের ফলে সমস্যায় পড়েছেন সব অংশের মানুষ৷ রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম৷ ঘর ছেড়ে নেহাতেই গুরুত্বপূর্ণ কোন কাজ না থাকলে কেউ বের হচ্ছেন না৷ রবিবার সরকারী ছুটির দিন হওয়ার কারণে দিনটি অনেকটাই নীরবতার মধ্য দিয়ে কাটছে৷
0 Comments