IIW : নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- করোনা-র প্রকোপে মানুষের জীবনজীবিকায় আঘাত এসেছে৷ সরকারি সহায়তার পাশাপাশি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ আসামের মেদলীছড়া ও ত্রিপুরা রাজ্যের কাঞ্চনপুরের আশা পাড়ায় ৫২৫ টি গরীব পরিবারের মধ্যে রেশন সামগ্রী, মাস্ক, সাবান এবং স্যানিটাইজার প্রদান করেছে আসাম রাইফেল্স ২৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। এই বিষয়ে আসাম রাইফেল্স ২৯ নম্বর ব্যাটেলিয়ানের এক জওয়ান জানান যে লকডাউনে মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে৷ বিশেষ করে গরিব মানুষের জীবন-জীবিকায় সমস্যা দেখা দিয়েছে৷ লকডাউনে তাঁরা বাইরে যেতে পারছেন না, রোজগার প্রায় বন্ধ হয়ে রয়েছে৷ তাই তাঁদের সহায়তার জন্য আসাম রাইফেল্স ২৯ নম্বর ব্যাটালিয়ান উদ্যোগ নিয়েছে৷
0 Comments