IIW : নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- গোপন সূত্রের খবরের ভিওিতে পানিসাগর থানার পুলিশ এবং পানিসাগর খাদ্য দপ্তরের যৌথ প্রচেষ্টায় আজ সকাল আনুমানিক দশটা নাগাদ জ্বলেবাসা ট্রাইজংশন এলাকা থেকে টি,আর,০৫ বি, ১৭৯৮ নম্বরের একটি বলেরো গাড়ি থেকে মোট ৩০ বস্তায় প্রায় ১৫ কুইন্টাল রেশনের চাল উদ্ধার করে। জানাগেছে গোপন সংবাদের ভিওিতে পানিসাগর থানার এস,আই দেবেন্দ্র দেব্বর্মা এবং পানিসাগর স্হিত খাদ্য দপ্তরের আধিকারিক তরুন তালুকদার সহ বিশাল পুলিশ বাহিনী গাড়িটিকে আটক করে। সাথে আটক করা হয় গাড়ী চালক বিকাশ দেবনাথ ও লক্ষন জয় রিয়াং এবং শিব রায় রিয়াং নামে দুই পাচারকারী কে। চালকের স্বীকারোক্তিতে জানা যায় চাল গুলি কাঞ্চনপুুর মহকুমার নবজয় পাড়া থেকে জ্বলেবাসা বাজারে এক ব্যাবসায়ীকে দেবার উদ্দ্যেশে নিয়ে আসা হয়েছিল।
ধারনা করা হচ্ছে চাল গুলি রেশন দোকান থেকে অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। এই মর্মে পানিসাগর থানায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পানিসাগর পি,এস,কেইস নম্বার ১৯/২০২০-১৯৫৫ এসেন্সিয়েল কমোডিটি এক্টে আটক কৃত তিন জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। লকডাউন চলাকালীন সময়ে এই ধরনের ঘটনায় গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।
ধারনা করা হচ্ছে চাল গুলি রেশন দোকান থেকে অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। এই মর্মে পানিসাগর থানায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পানিসাগর পি,এস,কেইস নম্বার ১৯/২০২০-১৯৫৫ এসেন্সিয়েল কমোডিটি এক্টে আটক কৃত তিন জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। লকডাউন চলাকালীন সময়ে এই ধরনের ঘটনায় গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।
0 Comments