করোনায় সংক্রমিত এক গাড়ি চালক ২৭শে এপ্রিল আগরতলায় ঢুকে।

IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- করুনায় আক্রান্ত এক এম্বুলেন্স ড্রাইভার। এই এম্বুলেন্স ড্রাইভার গত 27 তারিখ ত্রিপুরা আসে। আগরতলা 27 তারিখ এবং 28 তারিখ উদয়পুর ছিল তবে 28 তারিখে আবার রাজ্য ছাড়ে। ফিরে যাওয়ার সময় শিলিগুড়িতে তাকে আটক করে। তাকে করুণা টেস্টিং করা হয় সেখানে পাওয়া যায় ওর করুণা পজেটিভ তবে বর্তমানে রাজ্য যারা ড্রাইভার এবং এম্বুলেন্স এর সংস্পর্শে এসেছে সকলকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। 

Post a Comment

0 Comments