করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে ভীত-সন্ত্রস্ত মানুষ আটকে দিল ভারতবর্ষ থেকে বাংলাদেশে এক্সপোর্ট হওয়া ফলের গাড়ি।

IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে ভীত-সন্ত্রস্ত মানুষ আটকে দিল ভারতবর্ষ থেকে বাংলাদেশে এক্সপোর্ট হওয়া ফলের গাড়ি। উত্তর জেলার রাঘনা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার পথে স্থানীয় জনতা ফলের গাড়িগুলো আটকে রাখে। স্থানীয় জনতার অভিযোগ, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে করোনা ব্যাপক প্রভাব ফেলেছে। তাই ভারতবর্ষ থেকে যখন গাড়িগুলো বাংলাদেশে ঢুকবে তখন গাড়িচালকের সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল। সেই চালকই আবার গাড়ি নিয়ে ফিরে আসবে ভারতবর্ষে, সাথে করে বয়ে নিয়ে আসবে করোনা ভাইরাস। তখন কি হবে ? বহিরাজ্য থেকে ত্রিপুরায় আসা অ্যাম্বুলেন্স চালকের করোনা পজেটিভ পাওয়া যাওয়ায় স্থানীয় জনগণের মনে এমনিতেই আতঙ্ক জন্মেছে। এদিকে গাড়ি গুলির বৈধ কাগজপত্র থাকায় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরবর্তী সময়ে স্থানীয় জনতা কে বুঝিয়ে সব ধরনের সাবধানতা অবলম্বন করা হবে এই প্রতিশ্রুতি দিয়ে গাড়িগুলোকে সীমান্তের ওপারে যাওয়ার জন্য ছাড়া হয়।

Post a Comment

0 Comments