IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- সোমবার সকাল থেকেই শিরোনামে ছিল ধর্মনগরের মদের দোকান গুলো। সরকারের সিদ্ধান্ত অনুসারে সোমবার দুপুর বেলা খোলা হয়েছে বিলাতি মদের দোকান। আর দোকান খোলার পর সুধা প্রেমীদের দীর্ঘ লাইন এ রাজ্যে ইতিহাস তৈরী করেছে বলে মন্তব্য করেছেন অনেকেই।
0 Comments