পাহাড় লাইনে ধস! আটকা পড়েছে শ্রমিক এক্সপ্রেস ট্রেন।

IIW : ভিন রাজ্যে আটকে থাকা মানুষের দুর্ভোগ যেন থামছে না। মঙ্গলবার রাতের অতিবর্ষণ নতুন করে সঙ্কট বাড়িয়েছে তাদের। বদরপুর-লামডিং রুটের পাহাড় লাইনে ধস পড়েছে। মাইবাং ও মুপা স্টেশনে বিশাল এলাকা জুড়ে পাহাড় ধসে রেললাইনের উপরে এসে পড়েছে। ফলে সকালে মাইবাং স্টেশনে এসে আটকে পড়ে দুই শতাধিক যাত্রী নিয়ে ত্রিপুরা থেকে বিহারগামী শ্রমিক এক্সপ্রেস। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। দ্রুত ধস সরিয়ে ট্রেন চালানাের ব্যবস্থা না করলে না খেয়ে থাকতে হবে তাদের। এদিকে খবর পেয়ে শিলচরের সাংসদ ডঃ রাজদীপ রায় রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করতে বলেছেন।

Post a Comment

0 Comments