IIW : নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর :- উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার কাংরাই এ ডি সি ভিলেজের ধনঞ্জয় পাড়া এলাকায় পাট্টার জমিতে জম্পুই হিলের কিছু মিজো যুবকরা গতকাল এসে জবর দখল করে টং ঘর তৈরি করছে। যার ফলে প্রচুর পরিমন সুপারি গাছ কেটে নষ্ট করেছে মিজু যুবকরা, যার ফলে ওই এলাকার বাসিন্দা রাজেন্দ্র রিয়াং, ধনচড়াই রিয়াং, হেমেন্দ্র রিয়াং, রামজয় রিয়াংরা পাট্টা জমির মালিকরা কাঞ্চনপুর মহকুমা শাসকের পিএ রাজু চক্রবর্তীর হাতে লিখিত অভিযোগও করেছিলেন। রিয়াংরা সাংবাদিকদের জানান মিজো কনভেনশনের কিছু লোক এবং ওয়াই এম এর যুবকরা এসে এই পাট্টার জায়গাতে রাতারাতি টং ঘর তৈরি করছে এবং স্থানীয় রিয়াং সম্প্রদায়ের লোকেরা বাধা দিতে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে বলে জানান। ১৯৯৭ সালে মিজোরাম থেকে শরণার্থী হিসাবে আসা ওই মিজো উদ্বাস্তুদের তৎকালীন বাম সরকার অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে কাঞ্চনপুরে জায়গা করে দিয়েছিল বসতি স্থাপনের জন্য।
0 Comments