IIW : ওয়েব ডেস্ক :- সারা দেশে পুজিত হন হনুমানজি।। প্রতি মঙ্গলবার ঘটা করে পুজো হয় তাঁর।। আমরা সবাই জানি সেই সময়ের রামায়ণের কাহিনী যখন মেঘের আড়াল থেকে রাম-লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করছিলেন ইন্দ্রজিৎ সেই যুদ্ধে ইন্দ্রজিৎ তথা মেঘনাদের বাণে জ্ঞান হারিয়েছিলেন লক্ষ্মণ।। তখন লক্ষ্মণকে বাঁচানোর দায়িত্ব নেন স্বয়ং হনুমান।। তখন তিনি বলেছিলেন যে ওষুধ নয়, বিশেষ সঞ্জীবনীতেই বাঁচানো যাবে লক্ষ্মণকে।। অতঃপর সেই সঞ্জীবনী, বিশল্যকরণী সন্ধানের উদ্দেশে রওনা দেন শ্রীহনুমান।। জাম্ববান তাঁকে জানান, সেই বিশেষ ঔষধী পাওয়া যায় হিমালয়ের গন্ধমাদন পর্বতে।। তখন শ্রীহনুমান সেই পর্বতকে নিজের বাহুতে তুলে নিয়ে আসেন এবং প্রভু লক্ষণকে বাঁচিয়ে তুলেন।। ঠিক তেমনি বর্তমান বৈশ্বিক মহামারী থেকে সারা বিশ্বকে বজরংবলী বাঁচিয়ে তুলবে সে বিশ্বাস মানুষের মনে ভক্তদের মনে রয়েছে।। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে, যেখানে বজরংবলী কে দেখা গেছে অলৌকিক ভঙ্গিতে।।
আমফান ঝড়ে ভেঙ্গে পড়া বিদ্যুতের খুঁটি পড়ে আছে বজরংবলীর উপরে, আলোকিক বিষয়টি হলো এই ভারী বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পাথরের সেই হনুমান দেবের উপর পড়লেও কিছুই হয়নি মূর্তি টির।। ভক্তদের মতে এই পাথরের মূর্তির মতো সব জায়গায় বিরাজ করছে বজরংবলী।।
আমফান ঝড়ে ভেঙ্গে পড়া বিদ্যুতের খুঁটি পড়ে আছে বজরংবলীর উপরে, আলোকিক বিষয়টি হলো এই ভারী বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পাথরের সেই হনুমান দেবের উপর পড়লেও কিছুই হয়নি মূর্তি টির।। ভক্তদের মতে এই পাথরের মূর্তির মতো সব জায়গায় বিরাজ করছে বজরংবলী।।
0 Comments