মাত্র ৪২ বছরেই প্রয়াত সংগীত পরিচালক ওয়াজিদ খান।

IIW : ওয়েব ডেস্ক :- সোমবার ভোর রাতে আচমকাই মৃত্যু হল প্রখ্যাত সংগীত পরিচালক ওয়াজিদ খানের। কিছুদিন আগেই সলমান খানের দুটি গান Pyaar Karona এবং Bhai Bhai-এর সংগীত পরিচালনা করেছিলেন সাজিদ-ওয়াজিদ জুটি। ওয়াজিদ খানের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আরও এক বিখ্যাত মিউজিক কম্পোজার সলিম মার্চেন্ট।সংবাদসংস্থা পিটিআই কে দেওয়া সাক্ষাত্‍কারে সলিম মার্চেন্ট জানিয়েছেন, ৪২ বছরের ওয়াজিদের বেশ কিছু শারীরিক সমস্যা ছিল। কিছুদিন আগেই তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। সম্প্রতি জানতে পারেন কিডনিতে সংক্রমণ হয়েছে। গত ৪ দিন তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। দ্রুত অবস্থার অবনতি ঘটে।

Post a Comment

0 Comments