অটো এবং ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- বাগবাসা ট্রাইজংশনে ট্রিপার এবং অটোর মুখোমুখি সংঘর্ষে আহত ৮ জন এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ধর্মনগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগর থেকে বাগবাসা গামী অটো TR02 A 2231 বাগবাসা ট্রাইজংশনে আসতেই পানিসাগর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রিপার TR01 Z 1668 অটোতে ধাক্কা মারে ঘটনাস্থলে অটোয় থাকা চালক সহ ৮ জন আহত হয়। আহতরা হল অটো চালক সুভাস দেবনাথ (৩৬), বিশাল ত্রিপুরা (১৭), মহালক্ষ্মী হালাম(১৭), অন্নত দাস (৪৫), রাজন দাস (২২), অর্জুন শব্দকর (২৮), কার্তিক দাস (২২) আর একজন মহিলার নাম জানা যায়নি। এলাকা বাসীদের অভিযোগ ঘটনার সঙ্গে সঙ্গে ৫০ মিটার দুরে থাকা বাগবাসা থানায় খবর জানানোর পরও ১ঘণ্টা পর্যন্ত থানা থেকে কেউ আসেনি। ট্রাইজংশনে পুলিস বুথ থাকলেও সেই বুথে কখনো কোন পুলিস কে দেখা যায় না। এলাকাবাসীর বক্তব্য বাগবাসা পুলিসকে থানার সামনে থাকা চেকপোস্টে ঘুষ নিতে দেখা যায়। অন্য দিকে ঘটনা ঘটার অনেকক্ষণ পর বাগবাসা থানার পুলিসের গাড়ি নিয়ে থানার দায়িত্বে থাকা দুই ড্রাইভার গুরুতর আহত ৫ জনকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যায়।

Post a Comment

0 Comments